স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস - মোবাইলে এড বন্ধ করার উপায় - ০২

আসসালামু আলাইকুম! প্রিয় পাঠক, আজকের এই পোস্টটি পড়লে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে মোবাইলে এড বন্ধ করার উপায়, স্মার্টফোন থেকে কিভাবে বিজ্ঞাপন থামানো যায়? স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল কি? তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ফোনে বিরক্তকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে, মোবাইলে এড বন্ধ করার উপায়, হোয়াটসঅ্যাপ এড বন্ধ করার উপায়, ইমু এড বন্ধ করার উপায়, ইউটিউব এড বন্ধ করার উপায়, ফেসবুক এড বন্ধ করার উপায়, মোবাইলে বার বার এড আসে কেন? ‘ইমার্জেন্সি অপশন চালু করা’ - স্মার্টফোনের গুরুত্বপূর্ণ এই টিপসটি এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।

কেন হঠাৎ আমার ফোনে বিজ্ঞাপন পপ আপ হয়? মোবাইলে বার বার এড আসে কেন? ডাটা অন করলেই এড আসে কেন? কিভাবে ক্রোমে 18+ কনটেন্ট ব্লক করব? এই সকল বিষয় গুলো যদি আপনি জানতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। তাই মোবাইলে এড বন্ধ করার সেরা উপায় 2024 টিপসটি জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

পেইজ কন্টেন্ট সূচিপত্রঃ স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস - স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল

মোবাইলে বার বার এড আসে কেন? ডাটা অন করলেই এড আসে কেন?

মোবাইলে বার বার এড আসে কেন? ডাটা অন করলেই এড আসে কেন? আসলে বর্তমান সময়টা হয়ে গেছে ইন্টারনেটের যুগ। তাই এখন বিভিন্ন ব্যবসা ও মার্কেটিং অনলাইনে হচ্ছে। আর বিভিন্ন ব্যবসায় কোম্পানী তাদের বিভিন্ন প্রডাক্ট বা অফারগুলো প্রচার করার জন্য বা অনলাইন মার্কেটিং করার জন্য মোবাইলের বিভিন্ন অ্যাপগুলোতে তারা তাদের প্রডাক্ট এর এড প্রচার করে।

আর এজন্যই আমরা যখন মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, তখন শুরুতেই বা মাঝে মাঝে আমরা বিভিন্ন এড বা পপ আপ এড দেখে থাকি। তবে মোবাইলে যদি ডাটা অফ থাকে, তাহলে তখন আর এই এডগুলো আর দেখা যায় না। কারণ, এই এডগুলো শুধু মোবাইলের ডাটা অন থাকলেই দেখা যাবে। 

মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার উপায় - বিজ্ঞাপন ব্লক

বর্তমান বিশ্বে স্মার্টফোন যেন সকলের কাছে একটি নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্মার্টফোন ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। এই স্মার্টফোন একদিকে যেমন মানুষের যোগাযোগের কাজে ব্যবহৃত হচ্ছে। আবার অন্যদিকে বিশ্বের সকল খবরা-খবর ও তথ্য আদান-প্রদানের কাজে  ব্যবহৃত হচ্ছে।

এই স্মার্টফোনের মাধ্যমে শুধু কথা বলায় নয়, এর মাধ্যমে মানুষ ইউটিউব, বিভিন্ন স্যোসাল মিডিয়া যেমন- ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম ইত্যাদির ব্যবহার, হোয়াটসঅ্যাপ, ইমু, ম্যাসঞ্জার এই সবের মাধ্যমে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহৃত হচ্ছে।
স্মার্টফোন ব্যবহারের ফলে যেমন আমরা বিভিন্ন সুবিধা পাচ্ছি, ঠিক তেমনি এটি ব্যবহারের সময় এমন কিছু বিজ্ঞাপন প্রদর্শিত হয় যা সত্যিই খুব বিরক্তকর। আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি, তখন বিভিন্ন এড প্রদর্শিত হয়, যেমন- স্যোসাল মিডিয়া এড, বিভিন্ন প্রডাক্ট এর এড, এমন কি পর্ণগ্রাফি এডও প্রদর্শিত হয়।

এই সব এড শো করার জন্য মোবাইল ব্যবহার করার সময় খুবই বিরক্তি লাগে। আবার বিভিন্ন পর্ণগ্রাফি এড আসার জন্য অনেক সময় লজ্জ্বিত হতে হয়। কারণ, অনেক সময় এই স্মার্টফোন দিয়ে বাসার ছোটরা কার্টুন দেখে। আবার কোন সময় অনলাইনে ক্লাস করে। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ আরো টিপস এই লিংকে ক্লিক করে দেখে আসেতে পারেন।

প্রিয় পাঠক, এই সব সমস্যার কথা ভেবে আজকে আমি আপনাদের জন্য এই পোস্টটি লিখতে বসলাম। তাই এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল কি? কিভাবে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন? ইউটিউব এর এড বন্ধ করব কিভাবে? এই সব কিছু জানতে পারবেন। তাই এই সব কিছু জানার জন্য পোস্টটি সম্পূর্ণ পড়ুন

মোবাইলে এড বন্ধ করার নিয়ম

এই পোস্টটিতে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে মোবাইলে এড বন্ধ করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। মোবাইলে অনাকাঙ্খিত এড বন্ধ করার অনেক উপায় আছে। তবে আজকে আমি মোবাইলে এড বন্ধ করার উপায় হিসেবে ১টি টিপস নিয়ে আলোচনা করবো। বিজ্ঞাপন ব্লক করার পদ্ধতিটি নিচে ছবি সহকারে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

একটু মনোযোগ দিয়ে পড়লে কাজটি আপনিও করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন হোয়াটসঅ্যাপ এড বন্ধ করার উপায়, ইমু এড বন্ধ করার উপায়, ইউটিউব এড বন্ধ করার উপায়, ফেসবুক এড বন্ধ করার উপায় অর্থাৎ স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল কি? তা নিয়ে আলোচনা করি।

মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে / মোবাইলে কিভাবে এড বন্ধ করবো?

প্রিয় পাঠক, একটু মনোযোগ দিয়ে যদি এই পোস্টটি পড়েন, তাহলে মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম বা কাজটি আপনিও করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন হোয়াটসঅ্যাপ এড বন্ধ করার উপায়, ইমু এড বন্ধ করার উপায়, ইউটিউব এড বন্ধ করার উপায়, ফেসবুক এড বন্ধ করার উপায় অর্থাৎ স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল কি? তা নিয়ে আলোচনা করি।

মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম বা স্মার্টফোনে এড বন্ধ করার উপায় হিসেবে আজকে আমি কোন অ্যাপ ব্যবহারের করার কথা বলবো না। আজকে আমি কোনো অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে বিজ্ঞাপন ব্লক করার গোপন কৌশল টি কিভাবে আপনার হাতের মোবাইলের সেটিংস অপশন থেকে করবেন? 

Google ও Chrome Browser ব্যবহার করে স্মার্টফোনে এড বন্ধ করার নিয়ম

কিভাবে মোবাইলের এড বন্ধ করবো? Google ও Chrome Browser ব্যবহার করে স্মার্টফোনে এড বন্ধ করার নিয়ম টি আজ আমি ধাপে ধাপে ছবি দিয়ে করে দেখাবো ইনশায়াল্লাহ! চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মোবাইলে কিভাবে এড বন্ধ করবো, সেই কাজটি করে দেখাই।

এজন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের Settings অপশনে যেতে হবে। এরপর নিচের দিকে স্ক্রোল করুন। নিচের ছবির মতো Google অপশনটি দেখতে পাবেন। এই সেটিংস অপশনে ক্লিক করুন।

উপরের ছবিতে দেখানে গুগল অপশনে ক্লিক করার পরার নিচের ছবির মতো একটি পেইজ আসবে। সেখানে মার্ক করে দেখানো Ads Option টি দেখতে পাবেন।
এখন এই Ads লিখাটির উপর ক্লিক করুন। এরপর নিচের ছবির মতো আরেকটি পেইজ আসবে। নিচে মার্ক করে দেখানো Reset Advertising ID লিখাটি দেখতে পাবেন। এখন Reset Advertising ID ‍লিখাটির উপর ক্লিক করুন।
আর যদি উপরের ছবিতে Reset Advertising ID এই লিখাটি না দেখতে পান, তাহলে Create Advertising ID বা Create ID লিখাটি দেখতে পাবেন। এখন Create Advertising ID বা Create ID লিখাটির উপর ক্লিক করুন, তাহলে আপনার মোবাইলে Advertising ID তৈরি হবে।

প্রিয় পাঠক, এখন আপনি মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় ২০২৪ এর আপডেট সিস্টেম টি পড়ছেন। তাই মোবাইলে এড বন্ধ করার আপডেট সিস্টেম ২০২৪ টি সম্পন্ন করার জন্য এখন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন।
চলুন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে সেই কাজটি সম্পন্ন করি। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর www.google.com এ যান। এরপর Google Search এর জায়গায় My Activity লিখে সার্চ করুন।

এখন নিচের ছবির মতো Welcome to My Activity লিংকটি দেখতে পাবেন। নিচের ছবিতে মার্ক করে দেখানো Welcome to My Activity লিংকটির উপর ক্লিক করুন।
উপরের ছবিতে দেখানো Welcome to My Activity লিংকটির উপর ক্লিক করার পর নিচের ছবির মতো My Activity এর একটি পেইজ আসবে। সেখানে মার্ক করে দেখানে (তিন লাইন মেনু) বা থ্রি লাইন মেনুতে ক্লিক করুন।
এরপর নিচের ছবির মতো একটি পেইজ আসবে। এখন মোবাইলে বিজ্ঞাপন ব্লক করার উপায় হিসেবে নিচের ছবিতে মার্ক করে দেখানো Activity Controls লিখাটির উপর ক্লিক করুন।

Activity Controls লিখাটির উপর ক্লিক করার পর নিচের ছবির মতো একটি পেইজ আসবে। সেখানে মার্ক করে দেখানো Personalized Ads ও My Ad Center অপশনটি দেখতে পাবেন। My Ad Center অপশন এর এ্যারো আইকোনে ক্লিক করুন।
মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় হিসেবে যখন আপনি উপরের এ্যারো আইকোনে ক্লিক করবেন, তখন নিচের ছবির মতো একটি পেইজ আসবে। সেখানে মার্ক করে দেখানে Personalized Ads অপশনে On লিখাটি দেখতে পাবেন। সেখানে যদি Off লিখা থাকে, তাহলে সেখানে ক্লিক করে On করে দিবেন।
প্রিয় পাঠক, মোবাইলে এড বন্ধ করার সেরা উপায় 2024 এর নিয়মটি এখানেই শেষ নয়, আরো কিছু কাজ বাকি আছে। তাই অ্যান্ডরয়েড মোবাইলে এড বন্ধ করার উপায় টি সম্পূর্ণ জানার জন্য এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

এখন অ্যান্ডরয়েড ফোনে এড বন্ধ করার উপায় টি সম্পন্ন করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারের উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন। নিচের ছবিতে মার্ক করে দেখানো হলো।
এরপর নিচের দিকে স্ক্রোল করে Settings অপশনটি খুঁজে বের করে এর উপর ক্লিক করুন।
এরপর যে পেইজটি আসবে, সেখান থেকে নিচের দিকে স্ক্রোল করে Site Settings অপশনটি দেখতে পাবেন। নিচের ছবিতে মার্ক করে দেখানে হলো। এখন এই Site Settings অপশনটির উপর ক্লিক করুন।
Site Settings অপশনটির উপর ক্লিক করলে নিচের ছবির মতো আরেকটি পেইজ আসবে। সেখানে মার্ক করে দেখানে Third-party cookies অপশনটি দেখতে পাবেন। এখন এই Third-party cookies অপশনটির উপর ক্লিক করুন।
এখন শেষ বারের মতো নিচের পেইজটি আসবে। সেখানে মার্ক করে দেখানো Block Third-party cookies অপশনটি Select (সিলেক্ট) করুন।
উপরের ছবিতে Block Third-party cookies অপশনটি Select করে সব কিছু কেটে বের হয়ে যান। ব্যাস, এখন আপনার ফোনের সকল অনাকাঙ্খিত এড বন্ধ হয়ে গেল। এরপর আর যখন তখন আপনার ফোনে বিরক্তিকর এড আসবে না।

শেষ কথা

প্রিয় পাঠক, স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে আজকে মোবাইলে এড বন্ধ করার উপায় নিয়ে একটি টিপস আলোচনা করা হলো। আর মোবাইলে এড বন্ধ করবো কিভাবে? আশা করি বুঝতে পেরেছেন। বিজ্ঞাপন ব্লক এর এই রকম আরো কার্যকরী অনেক টিপস আছে, যেগুলো পরে আরেকটি আর্টিকেলে আলোচনা করবো ইনশায়াল্লাহ!

যাইহোক, শেষ কথা হিসেবে বলতে চাই, আশা করি, এই পোস্টটি পড়ে আপনি অ্যান্ডরয়েড মোবাইলে এড বন্ধ করার উপায় ২০২৪ হিসেবে স্মার্টফোনে এড বন্ধ করার নিয়মটি ভালো ভাবে বুঝতে পেরেছেন। আর এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে অন্যেরাও পড়ে উপকৃত হতে পারে। এতক্ষুণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। (শওকত রাশেল)


পোস্ট ট্যাগঃ
বিজ্ঞাপন ব্লক, কিভাবে মোবাইলের এড বন্ধ করবো? Ads বন্ধ করব কিভাবে? মোবাইলের এড বন্ধ করব কিভাবে? স্মার্টফোন থেকে কিভাবে বিজ্ঞাপন থামানো যায়? স্মার্টফোনে অযাচিত বিজ্ঞাপন থামানোর কৌশল কি? ফোনে বিরক্তকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে, অ্যান্ডরয়েড মোবাইলে এড বন্ধ করার উপায় ২০২৪, মোবাইলে এড বন্ধ করার সেরা উপায় 2024, মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায়, হোয়াটসঅ্যাপ এড বন্ধ করার উপায়, ইমু এড বন্ধ করার উপায়, ইউটিউব এড বন্ধ করার উপায়, ফেসবুক এড বন্ধ করার উপায়, মোবাইলে বার বার এড আসে কেন? ডাটা অন করলেই এড আসে কেন?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওয়ানলাইফ আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url